রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের কার্যক্রম বন্ধ ঘোষণা

301

bsl-rnj

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সকল রাজনৈতিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন এবং সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা ছাত্রলীগ কর্তৃক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজে ছাত্রলীগের সকল রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকবে।
এ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ কলেজ কমিটির অধীন যে কোন নেতা-কর্মী অপরাধমূলক কর্মকান্ড সংগঠিত করলে জেলা ছাত্রলীগ এর দায়ভার নেবে না।

উল্লেখ্য গত বুধবার (০৯ নভেম্বর) কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের মারামারিতে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহম্মেদ ইমতিয়াজ রিয়াদসহ চারজন আহত হয়।