॥ স্টাফ রিপোর্টার ॥
মুজিববর্ষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে রাঙাামটি পৌর এলাকার পাহাড়ী-বাঙ্গালী অসহায়-দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি সদর জোন।
রবিবার (১০ জানুয়ারি) ২৪ পদাতিক ডিভিশনের নির্দেশনায় রাঙামাটি রিজিয়নের তত্ত্বাবধানে এই সেবা কার্যক্রমের নেতৃত্ব দেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মো. রফিকুল ইসলাম, পিএসসি। এসময় উপ-অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক, জোনাল স্টাফ অফিসার মেজর মো. নাজমুল হাসান এবং এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মোঃ মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: সামাজিক দুরত্ব বজায় রেখে শতাধিক অসহায়-দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী এবং শীতবস্ত্র বিতরণের মাধ্যমে সাধ্য অনুযায়ী সাহায্যর হাত প্রসারিত করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি সদর জোন। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী যেকোন ক্রান্তিকালে জনসাধারণের পাশে এসে দাঁড়ানোর এই ধারা অব্যাহত রাখবে।