স্টাফ রিপোর্টার, ৪ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : কাঊখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মন্দির এলাকার মূল সড়কে একটি মেছো বাঘের বাচ্ছা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। রোববার দিবাগত রাত ১টার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষ দর্শী মাইক্রো ড্রাইভার সাইফুল আলম জানান, রাতে চট্টগ্রাম থেকে আসার সময় সড়কের উপর বাচ্চা মেছো বাঘটি দুর্ঘটনা কবলিত অবস্থায় দেখতে পায়। তিনি বাঘটিকে বাচাতে পারবে মনে করে গাড়ি থেকে নেমে দেখে মারা গেছে। তিনি আরো বলেন, আমি তখন এত রাতে কাউকে খবর দিবো তা আমার জানা ছিলো না। অন্য গাড়ির চাকায় বাঘটি পিষ্ট না হওয়ার জন্য মূল সড়ক থেকে সরিয়ে ফুটপাতে রাখা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় বাঘটি দূর্ঘটনার স্বীকার হয়।
স্থানীয় পরিবেশবিদরা মনে করেন এখনই ওই এলাকার বেঁচে থাকা অন্য সব বাঘগুলোর জন্য বিশেষ নজরদারি বাড়ানো দরকার। তাছাড়া যেনো কেউ এই দূর্লভ প্রাণীগুলো হত্যা না করেন সে জন্যস্থানীয় জনগণকে স্বচেতন করে তোলা উচিত।
সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান