॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি হতে চুরি হওয়া ৫টি মোটরসাইকেলসহ পাঁচ ব্যক্তিকে হাতেনাতে আটক করে চাঞ্চল্য সৃষ্টি করেছে কোতয়ালী থানা পুলিশ। রাঙামাটি শহর থেকে মোটরসাইকেল চুরি রোধে পুলিশের সাড়াশি অভিযানের সাফল্যে এই মোটরসাইকেলগুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন। বুধবার (৩০ নভেম্বর) বিকালে কোতয়ালি থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান তিনি।
ওসি আরিফুল আমিন জানান, রাঙামাটি শহর থেকে মোটর সাইকেল চুরির বিষয়ে জনগণের উদ্বেগ লক্ষ করে আমরা এই চোর চক্রকে আইনের আওতায় আনতে অব্যাহতভাবে সাড়াশি অভিযান চালিয়ে যাচ্ছি। অভিযানের সাফল্যে আমরা চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে রাঙামাটি হতে চুরি যাওয়া পাঁচটি মোটরসাইকেলসহ পাঁচ ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছি। আটককৃতরা হলো- শহিদুল ইসলাম (২০), মো: রুবেল (২৫), মো: ওসমান (২৫), মো: মুরাদ (২২), রিয়াজুল ইসলাম সিয়াম (২০)।
ওসি জানান, অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যে আমরা অভিযান চালিয়ে আরো বেশ কয়টি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হই এবং চোর চক্রের সদস্যদেরও আটক করি। গত কয়েকদিনে ৭টি চোরাই মোটরসাইকেলসহ মোট ১০ জন চোরকে আটক করা হয়েছে বলে যোগ করেন ওসি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, আমরা এ চোর চক্রকে পুরোদমে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বেশ কয়েকজন আমাদের হাতে আছে আর যে দুই-চারজন আছে তারাও দ্রুত আটক হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।