রাঙামা‌টি সদরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণা‌মেন্ট শুরু

547

|| ক্রীড়া প্রতিবেদক ||

রাঙামা‌টি সদ‌রে উপজেলা পর্যা‌য়ে বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফ‌জিলাতু‌ন্নেছা মু‌জিব জাতীয় গোল্ডকাপ অনুর্ধ-১৭ ফুটবল টুর্ণা‌মেন্ট শুরু হ‌য়ে‌ছে। শ‌নিবার সকা‌লে সাপছ‌ড়ি উচ্চ বিদাল‌য় মা‌ঠে যুব ও ক্রীড়া মন্ত্রনাল‌য়ের ক্রীড়া প‌রিদপ্ত‌রের সা‌র্বিক ব্যবস্থাপনা এবং রাঙামা‌টি সদর উপ‌জেলা প্রশাস‌নের আয়োজ‌নে এ টুর্না‌মে‌ন্টের উ‌দ্বোধন ক‌রেন উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান।

উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে সদর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌রের সভাপ‌তি‌ত্বে অন্য‌দের ম‌ধ্যে উপ‌জেলা ভাইস‌চেয়ারম্যান দু‌র্গেশ্বর চাকমা, সাপছ‌ড়ি ইউ‌পি চেয়ারম্যান মৃনাল কা‌ন্তি চাকমা, কুতুকছ‌ড়ি ইউ‌পি চেয়ারম্যান পদ্ম কুমার চাকমা, সদর উপ‌জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ হান্নান প্রমূখ উপ‌স্থিত ছি‌লেন।

উ‌দ্বোধনী খেলার বা‌লিকা বিভা‌গে কুতুকছ‌ড়ি ৩ -০ গো‌লে সাপছ‌ড়ি‌কে এবং বালক বিভা‌গে সাপছ‌ড়ি ২ -০ গো‌লে কুতুকছ‌ড়ি‌কে পরা‌জিত ক‌রে। উপ‌জেলা পর্যা‌য়ের খেলায় সদর উপ‌জেলার ৬ ইউ‌নিয়‌নের ১২টি দল অংশ নি‌চ্ছে।