॥ কাউখালী প্রতিনিধি ॥
কাউখালী উপজেলার প্রত্যন্ত রাঙীপাড়া মুহিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার ২৩তম বার্ষিক মাহফিল বৃহস্পতিবার রাত্রে মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সামশু দোহা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. এরশাদ সরকার।
ইসলামী এ মাহফিলে প্রধান বক্তা ছিলেন ঢাকা গাজিপুর কাদের মার্কেট বড় মসজিদ খতিব হাফেজ মাওলানা মুফতি ফরিদ উদ্দিন রহমানী। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম হাটহাজারী আরবী বিশ^ বিদ্যালয় সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা আশরাফ আলী নিজামপুরী, কাউখালী রাঙীপাড়া জামে মসজিদ খতিব হযরত মাওলানা মুফতি গিয়াস উদ্দিন, অন্যান্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাউজান এমদাদুল ইসলাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মো. মাসউদ, কাশঁখালী মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রহিম,কাউখালী মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মো.সানা উল্যাহ,নাইল্যাছড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. মুছা।
মাহফিলের সার্বিক পরিচালনায় ছিলেন রাঙীপাড়া মুহিউস সুন্নাহ মাদ্রাসার সভাপতি মো. আক্তার হোসেন (আর্মি),মাদ্রাসা পরিচালক হাফেজ মাওলানা মো. আনোয়ার হোসেন। সমাজ সেবক মো. বশির মিয়া (লিডার), মাষ্টার মো. আব্দু মিয়া চৌধুরী, সমাজ সেবক মাতলুব মেম্বার, সাংবাদিক আরিফুল হক মাহবুব,মেম্বার মো. শরিফ উদ্দিন, তরুন সমাজ সেবক মো. মাঈনুদ্দিন, সমাজ সেবক মো. বেলাল উদ্দিন, তরুন সমাজ সেবক মো. মিজানুর রহমান সহ মাফিল পরিচালনা কমিটির সকল সদস্য বৃন্দ। মাহফিলে উপজেলার বিভিন্ন পাহাড়ী প্রত্যন্ত এলাকা ্ও উপজেলার পাশর্^বর্তী এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা অংশগ্রহণ করেন। পরে মাহফিল শেষে দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয় এবং তবরুক বিতরণ করা হয়।