॥ স্মৃতিবিন্দু চাকমা ॥
সাবেক প্রতিমন্ত্রী ও রাঙামাটি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, বর্তামান শিক্ষা বান্ধব সরকার ধারাবাহিকভাবে পাহাড়ের উন্নয়ন করে যাচ্ছে, কেউ মুল স্রোতের বাইরে গিয়ে উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করলেও উন্নয়নের এই অগ্রগতি থেমে থাকবেনা।
তিনি বলেন, রাজনীতির ক্ষেত্রে মতাদর্শ থাকতে পারে, কিন্তু এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যদি বিচ্ছিন্ন হয়ে অন্য উদ্দেশ্যে কাজ করে; ক্ষতি তারই হবে। তিনি এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, পাহাড় ঘুরে দেখুন, বিগত সময়ের জুরাছড়ির কি অবস্থায় ছিল, আর বর্তমানে কি হয়েছে, তাই স্রোতের বিপরীতে কাজ করে নিজেকে ক্ষতিগ্রস্ত করবেন না বা এলাকারও ক্ষতি করবেন না।
রোববার জুরাছড়ি উপজেলার বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধনকারে এমপি এই মন্তব্য করেন। এমপি এসময় রাঙামাটি জেলা পরিষদ অর্থায়নে নির্মিত জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় ও সুবলং খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করেন। জুরাছড়ি সফর ঘিরে এমপিতে গণসংবর্ধনা দেয় এলাকাবাসী।
সফরকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, শিক্ষাসহ যোগাযোগ অবকাঠামো উন্নয়নের জন্য যা কিছু প্রয়োজন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ করে যাবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখহাসিনা নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, দুর্গম জুরাছড়ি উপজেলাও সেই গতির সাথে সমান তালে থাকবে, কোনো ক্ষেত্রে পিছিয়ে থাকবে না। প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েরা যাতে শিক্ষার সুযোগ পায় সেজন্য জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ের উন্নয়নের জন্য কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চারু বিকাশ চাকমা’র সভাপতিত্বে এ সময় স্বাগত বক্তব্য রাখেন ১নং জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা। বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা,উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা প্রমূখ।
উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা জুরাছড়ি উপজেলার বিভিন্ন সমস্যার কথা সংসদ সদস্যর কাছে তুলে ধরে বলেন,জুরাছড়ি থেকে বগাখালী পর্যন্ত যোগাযোগের সুব্যবস্থা করা হলে এলাকার জনগণ অনেকটা উপকৃত হবে। অন্যদিকে জুরাছড়ি সদর থেকে বরকলক পর্যন্ত রাস্তাটি করা হলে তাহলে এলাকার জনগণ তামাক চাষ বাদ দিয়ে অন্যান্য চাষে আগ্রহী হয়ে উঠবে।
এছাড়া ও সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, প্রত্যন্ত এলাকায় শিক্ষা বিস্তারে পরিষদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। বর্তমান সরকার দেশের অন্যান্য জেলার ন্যায় রাঙ্গামাটি জেলার অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, কৃষিসহ সকল বিষয়ে উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তারা বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে বিনামূল্য বই বিতরণ, শিক্ষাবৃত্তি, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ’সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তারা বলেন, শিক্ষার মান বাড়াতে শুধু
একই দিনে উপজেলা সদরে গণ সংবর্ধনা অনুষ্ঠানে ফুল প্রধান অতিথি এবং বিশেষ অতিথি কে বরণ করেন,প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি,সহকারি প্রাথমিক শিক্ষক সমিতি সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা প্রশাসন, সুবলং শাখা বনবিহার উপাসক উপাসিকা পরিষদ।
আলোচনা সভায় রির্সোস কর্মকর্তা মোরশেদুল আলম এর সঞ্চালনায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সদস্য জ্ঞানেন্দু, বিকাশ চাকমা,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা,উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ প্রমূখ।
আলোচনা সভাশেষে উপজেলা পরিষদ কর্তৃক প্রধান অতিথি দীপংকর তালুকদার হারমোনিয়াম, তবলা, জেনারেটর এবং জেলা ক্রীড়া অফিস কর্তৃক খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ সহ প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মননা ক্রেস তুলে দেওয়া হয়।
বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকালে অতিথিরা বলেন, প্রত্যন্ত এলাকায় শিক্ষা বিস্তারে পরিষদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। বর্তমান সরকার দেশের অন্যান্য জেলার ন্যায় রাঙ্গামাটি জেলার অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, কৃষিসহ সকল বিষয়ে উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তারা বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে বিনামূল্য বই বিতরণ, শিক্ষাবৃত্তি, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ’সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তারা বলেন, শিক্ষার মান বাড়াতে শুধু সরকারের একক প্রচেষ্টা নয় অভিভাবক, শিক্ষক’সহ সকলকে এর উন্নয়নে এগিয়ে আসতে হবে।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কান্তি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বাদল চন্দ্র দে, সদস্য ঝর্ণা খীসা, সদস্য প্রবর্তক চাকমা, সদস্য প্রিয় নন্দ চাকমা, সাবেক পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জুরাছড়ি থানার ওসি শফিউল আজম, জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি চারু বিকাশ চাকমা, জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিরন্তন চাকমা, সুবলং খাগড়াছড়ি নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্ম চন্দ্র চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বাদল চন্দ্র দে, সদস্য ঝর্ণা খীসা, সদস্য প্রবর্তক চাকমা, সদস্য প্রিয় নন্দ চাকমা, সাবেক পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জুরাছড়ি থানার ওসি শফিউল আজম, জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি চারু বিকাশ চাকমা, জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিরন্তন চাকমা, সুবলং খাগড়াছড়ি নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্ম চন্দ্র চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।