রাজস্থলীতে আবারো করোনা সনাক্ত হওয়ায় আতঙ্ক

356

॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাজস্থলী উপজেলায় করোনার পরিস্থিতির দীর্ঘ বিরতির পর আবারও করোনা সনাক্ত হওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে। একে ২য় ঢেউয়ের ধাক্কা হিসেবে আশঙ্কা করছে এলাকার মানুষ। তবে অভিজ্ঞজনেরা বলেছেন এখনই আতঙ্ক হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাক স্বাস্থ্য ম্যানেজার পাপড়ি চাকমা দীর্ঘ ১৫ দিন ঢাকায় ব্র্যাকের ট্রেনিং করে রাজস্থলীতে আসে। তার জ্বর সর্দি কাঁশি হওয়াতে গত রোববার নমূনা সংগ্রহ করে রাঙামাটিতে পরীক্ষা করানোর জন্য পাঠানো হয়। মঙ্গলবার নমূনা পরীক্ষায় তার শরীরের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

তিনি বর্তমানে রাঙামাটি শহরে নিজ বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী মূখে মাক্স পড়া সামাজিক দুরত্ব বজায় রাখা স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক বলে উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক জানান। ইতিপূর্বে যারা করোনায় আক্রান্ত হয়েছে বর্তমানে তারা সুস্থ আছে বলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লাঅং মারমা জানান।