রাজস্থলীতে করোনায় কর্মহীন মানুষরা পেল প্রধানমন্ত্রীর উপহার

519

॥ আজগর আলী খান ॥

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) প্রথম ধাপে ২ নং গাইন্দ্যা ইউনিয়নে জনপ্রতি ৫০০ টাকা করে প্রায় ২৫০ জন কর্মহীন মানুষের মাঝে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান উথান মারমা, সাংবাদিক আজগর আলী খান, ও পিআইও অফিস সহকারি ফিরোজ প্রমূখ। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধামনমন্ত্রীর ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।