রাজস্থলীতে করোনা আক্রান্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের খাদ্য সহায়তা

389

|| রাজস্থলী প্রতিনিধি ||

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের ছাইংখ্যং পাড়া এলাকায় পাড়াবাসীর মধ্যে প্রায় ৮ জনের করোনা সনাক্ত হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সম্পূর্ণ পাড়াকে লকডাউন করে দেন।

রবিবার (০৪ জুলাই) ঐ পাড়ায় করোনা সনাক্ত পরিবারের মাঝে উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক খাদ্য সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহমদ খান, সাংবাদিক চাউচিং মারমা ও সাংবাদিক আজগর আলী খান প্রমূখ।

বিতরণকালে ইউএনও বলেন, এ সময়টাতে ঘরে থাকতে হবে। অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া যাবে না। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকারের বিধিনিষেধ মানতে হবে।