॥ রাজস্থলী প্রতিনিধি ॥
‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজস্থলী উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্মৃতি চাকমা।
নিরাপত্তা নিশ্চিত না করলে নারীর উন্নয়ন সম্ভব না মন্তব্য করে বক্তারা বলেন, নারীরা এমন বয়সে লালসার স্বীকার হয় যে সময়ে এসব বিষয়ে জানতে পারেনি। প্রতিটি নারীকে নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। নারীকে নিরাপত্তা অবস্থান তৈরী করে যে যার ক্ষেত্র থেকে এগিয়ে আসতে হবে, নইলে নারীর উন্নয়ন সম্ভব নয়। এসময় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক প্রায় তিনশত নারী প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।