|| আজগর আলী খান ||
“খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলাঅং মারমার উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, বিশেষ অতিথি ছিলেন ডাঃ নেজাম উদ্দিন, সাংবাদিক চাউচিং মারমা সহ জিও এন জিও এবং হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে সার্বিক সহযোগিতা দিয়েছে বে সরকারি এন জিও সংস্থা লীন প্রকল্প। বক্তারা বলেন, পুষ্টি সচেতনতার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে মাস্ক ব্যবহারের আহবান জানান।
ডাঃ রুইহলাঅং মারমা জানান, পুষ্টি সপ্তাহে ধর্মীয় প্রতিষ্টানে পুষ্টি বার্তা পৌছানো, মা শিশু কিশোরী ও গর্ভবর্তীদের চেকআপ করানোর বিষয়ে বলেন। আলোচনা সভার পর স্বাস্থ্য ক্লিনিকের সিএইচসিপি ও লীন প্রকল্পের নারীদের পুরস্কৃত করা হয়।