॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার মৎস্য অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত জেলেদের মাঝে ভ্যানগাড়ী ও ক্ষুদ্র ব্যবসায়িক মালামাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) উপজেলা পরিষদ মাঠে উপজেলার ৫ জন নিবন্ধিত জেলের মাঝে ভ্যানগাড়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীক মালামালা বিতরণ করেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, মূল্যায়ন ও পরিক্ষণ কর্মকর্তা ইজিবুল বাহার ভূঁইয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহমদ খান, মৎস্য কর্মকর্তা ছাবেদুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম প্রমূখ।