॥ রাজস্থলী সংবাদদাতা ॥
রমজান উপলক্ষে রাঙামাটির রাজস্থলীতে শুক্রবার (৭ এপ্রিল) হতে শুরু হয়েছে ফের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। রাজস্থলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) আবু হেলাল জানান, সরকার কর্তৃক নির্ধারিত ডিলারের মাধ্যমে এদিন উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ১ হাজার ১ শত ৬৩ জন এবং ২ নং গাইন্দ্যা ইউনিয়নের ৯ টি ওয়ার্ড এলাকায় ১ হাজার ২ শত ৬৩ জন টিসিবির কার্ডধারীকে ৪শত ২০ টাকার বিনিময়ে ২ লিটার তেল, ২ কেজি মশুর ডাল ও ১ কেজি চিনি দেওয়া হচ্ছে।
এদিকে রোববার সকাল সাড়ে ১০ টায় গাইন্দ্যা ইউনিয়নের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ । এসময় তিনি উপকারভোগীদের হাতে টিসিবির পণ্য তুলে দেন।
এসময় তিনি বলেন,স্বল্প আয়ের ১ কোটি মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ভর্তুকী মূল্যে তুলে দিতে দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রয়াস, তারই ধারাবাহিকতায় আজ রাজস্থলীর ২ টি ইউনিয়নে টিসিবির পণ্য তুলে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নেও এই পণ্য বিতরণ করা হবে তিনি জানান।
পরিদর্শনকালে রাজস্থলী উপজেলা পিআইও আবু হেলাল,ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা,, রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান , ২ নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, নুরুল আলম মেম্বার, ক্যাসাচিং মেস্বার, জয়নুল তালুকদার সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।