॥ রাজস্থলী প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনার মাষ্টার প্লান তৈরি নিমিত্তে সমীক্ষা কার্যক্রমে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা ৫ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা, কৃষি অফিসার হাসিবুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, টেকসই প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীগণ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন টেকসই সামাজিক প্রকল্পের কর্মকর্তা মৃদুল বাবু। সভায় প্রধান অতিথি বলেন, পার্বত্য অঞ্চলে পানির তীব্র সংকট দেখা দেয়। একসময় পার্বত্য অঞ্চলে ঝিড়ি ঝড়না ছিল। বর্তমানে এ গুলো এখন বিলুপ্তির পথে। পাহাড়ে পাথর উত্তোলন, গাছ কাটা বন্ধ করলে পার্বত্য অঞ্চলে পানির উৎস বৃদ্ধি পাবে। ফলে পার্বত্য চট্টগ্রাম পানি ধরে রাখার এ বিকল্প ছাড়া আর কোন উপায় নেই।
বর্তমান সরকার পানি ব্যবহারের জন্য ইতিমধ্যে অনেক প্রকল্প হাতে নিয়েছেন। যাহা বাস্তবায়ন প্রক্রীয়াধীন। তিনি আরো বলেন পার্বত্য অঞ্চলে পানি শুকানোর কারণ হলো পাহাড়ে সেগুন গাছ রোপনের কারনে পানির উৎস শুকিয়ে যায়। তাই পানি রক্ষার্থে এ পৃথিবীতে বাচতে হলে সকলে একমত পোষণ করতে হবে।