॥ আজগর আলী খান ॥
প্রবল বর্ষণে রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ইসলামপুর এলাকায় দুইটি বাড়ী ও মসজিদের অজুখানা-টয়লেট ধসে পড়েছে। বাজারের পাশে বড় ধরনের ভাঙ্গনের আশঙ্কা থাকায় বাজার বিলিন হওয়ার ভয় করছে স্থানীয়রা। এদিকে চন্দ্রঘোনা বাঙালহালিয়া সড়কসহ উপজেলার অধিকাংশ আভ্যন্তরীণ সড়ক। সড়কের পাশের মাটি ও পাহাড় ধসের পাশাপাশি বৃষ্টির পানিতে এসব সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এছাড়া উপজেলার লংগদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোন মুর্হুতে ধব্বসে পড়তে পাড়ে। বিদ্যালয়ের পাশের মাটি ও পাহাড় ধসের পাশাপাশি বৃষ্টির পানিতে এসব ভাঙ্গনে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবুও দূর্ঘটনার ঝুঁকি নিয়ে এ বিদ্যালয়ে পড়া লেখা করছে শিক্ষার্থীরা ।
এদিকে উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের পাবনা টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াসরুমের মাটি সরে গিয়ে ঝুকিতে রয়েছে পাশাপাশি ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ পানি নিস্কাশনের জায়গা না থাকায় ভেঙ্গে বিদ্যালয়ের পাশে মাটি সরে যায় এতে বিদ্যালয়টি ও যে কোন মুর্হুতে ধাবিত হতে পারে। বিষয় টি উপজেলা প্রাথমিক শিক্ষা তাজেরুল ইসলামের নজরে আসলে তিনি তাৎক্ষণিক পরিদর্শন করে উধর্তন কর্তুপক্ষকে অবহিত করছে বলে তিনি জানান অপর দিকে প্রবল বর্ষণে বিদ্যালয় রক্ষানা বেক্ষন স্থাপন করে বিদ্যালয় গুলো রক্ষা করা জরুরী হয়ে পড়েছে। প্রবল বর্ষণের কারণে উপজেলার এ উপজেলায় রাস্তাঘাট ঘরবাড়ী ও শিক্ষা প্রতিষ্টান নষ্ট হয়ে পড়ে। সম্প্রতি প্রবল বর্ষণে বাঙালহালিয়া বাজার, মন্দির মসজিদের ওজুখানা সহ বিভিন্ন প্রতিষ্টান অতি বৃষ্টিতে ধব্বসে পড়ে। উপজেলা প্রশাসন পাহাড় ধবসের কারণে পাহাড়ের পাদদেশে থাকা সকল কে নিরাপদ আশ্রয় কেন্দ্রে প্রতিদিন মাইকিং করে আসার জন্য অনুরোধ করেন। আশ্রয় কেন্দ্রে আসা লোকজন কে খাবার বিতরণ করা হচ্ছে।