॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাজস্থলী উপজেলায় ১নং ঘিলাছড়ি ইউনিয়নের বাজার পাড়া নামক এলাকায় ৫ অক্টোবর সোমবার দুপুর ১.৪০ ঘটিকার সময় দুর্বৃত্তের ব্রাশ ফায়ারে জালাল উদ্দিন (রিপন) ২৮ নামক এক বাঙ্গালি যুবক নিতহ হয়। সে রাজস্থলী বাজারে মাছ ব্যবসা করত।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১.৪০ ঘটিকার সময় হঠাৎ আকষ্মিকভাবে ব্রাশ ফায়ারের আওয়াজ শোনা গেলে বাজারের পুর্ব পার্শ্বে মডেল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রিপনের বাড়িতে এই ঘটনা ঘটে। রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মফজল আহম্মদ খান জানান, তিনি ঘটনা শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রিপনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এবং কি কারনে তাকে মারা হয়েছে জানা যায়নি। ঘটনাস্থলে পরিস্থিতি থমথমে বিরাজ করছে।
বাজার আশপাশ এলাকায় ঘটনার পর পর দোকান পাট বন্ধ ছিল। সে রাজস্থলী বাজার পাড়া এলাকার মৃত আইনুল হকের ২য় ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল সেনাবাহিনী ও পুলিশের টহল অব্যাহত রাখা হয়েছে।