রাজস্থলী প্রতিনিধি , ২৫ নভেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : রাজস্থলী উপজেলা বেসরকারি সংস্থা আরএইচস্টেপ এর উদ্যোগে নারীর প্রতি সংহিংসতা প্রতিরোধ বিষয়ে ১৬ দিনব্যাপী ক্যাম্পিং উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা চত্ত্বর হয়ে র্যালিটি রাজস্থলী উপজেলা উত্তর-দক্ষিণ দিক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনাসভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএইচস্টেপএর প্রজেক্ট ম্যানেজার সুবীর খিয়াং। সভায় প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহ মো. ফোরকান উদ্দিন, সাংবাদিক হারাধন কর্মকার, চাউচিং মারমা, আজগর আলী খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, আরএইচস্টেএর কো-অর্ডিনেটর কাজী মো. মুসফিকুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন আরএইচস্টেপ এর ইউথ ফোরাম সদস্য ইয়াসমিন আক্তার।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান