॥ রাজস্থলী প্রতিনিধি ॥
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন,জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজস্থলীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (৮মার্চ) সকালে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি ঘিরে সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৃতি চাকমা। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, সাংবাদিক আজগর আলী খান, থানা উপ পরিদর্শক সুজন চৌধুরী, আনসার ভিডিপি কর্মকর্তা আবদু সাত্তার সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী কিশোর কিশোরী।