॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাজস্থলীতে ঝুঁকিপূর্ণ এবং সহজলভ্য মানুষের স্বাস্থ্য-সুস্থতার উন্নতিতে পুষ্টির জন্য মাল্টিসেক্টোরাল পন্থা অবলম্বনে এবং লিন প্রকল্পের তত্ত্বাবধায়নে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে জুম ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
উপজেলা পর্যায়ে চলমান পুষ্টি কার্যক্রমকে শক্তিশালীকরণ ও বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি শান্তনু কুমার দাশ। জেলা কারিগরী কর্মকর্তা ডায়না চাকমার সঞ্চালনায় সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা রুইহলাঅং মারম বলেন, গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলা, কিশোরী এবং পাঁচ বছরের কম বয়সী শিশুদের পুষ্টি পরিসেবার উন্নত ব্যবস্থা গ্রহণ এবং তাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির বাস্তবায়ন করছে লিন প্রকল্পের জুম ফাউন্ডেশন। এ সময় তিনি রাজস্থলী উপজেলার পুষ্টি পরিস্থিতির সার্বিক চিত্র এবং পুষ্টি পরিস্থিতির উন্নয়নে সরকারের চলমান কার্যক্রম সম্পর্কিত বিষয় উপস্থাপন করেন।
রাজস্থলী উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে লিন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা ও মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা,টেকনিক্যাল কোঅর্ডিনেটর লিন প্রকল্প থুইনুমং মারমা,উপজেলা পুষ্টি কমিটির সমন্য়ক রুনু চাকমা, ২ নম্বর গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ১ নম্বর ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা,রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাংবাদিক চাথোয়াই মারমা, সাংবাদিক আইয়ুব চৌধুরী প্রমুখ।
এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার প্রতিনিধি চিরনজিৎ চাকমা, শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, মৎস্য কর্মকর্তার প্রতিনিধি চিনু মারমা, সমাজসেবার প্রতিনিধি আবদুল আজিজ সহ লিন প্রকল্পের ফেসিলিটেটর এন্ড্রো চাকমা, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগ, ইউনিসেফ নিউট্রিশন ইন্টারন্যাশনাল, সেড, কমিউনিটি সাপোর্ট গ্রুপ সদস্যরা উপস্থিত ছিলেন।