রাজস্থলীতে প্রশাসনের কঠোর সতর্কতা

427

|| রাজস্থলী প্রতিনিধি ||

চলমান লকডাউন আরো এক সপ্তাহ বাড়িয়েছে সরকার।ফলে জনপদে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ মাস্ক পরিধান নিশ্চিত করতে রাঙামাটির রাজস্থলীতে কঠোরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে উপজেলা প্রশাসন। পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ বাহিনী।

দেশে করোনার প্রকোপ আশংকাজনকহারে বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশে প্রথমে ১-৭ জুলাই লকডাউন ঘোষণা করে সরকার। লকডাউনের ৫ম দিনে দেশে ১শত ৬৪ জনের মৃত্যু ঘটে। মৃত্যু হার না কমায় ঘোষিত লকডাউন আরও ৭ দিন (১-১৪ জুলাই) বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ফলে রাজস্থলীতে চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি, সামাজিক দুরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৬ জুলাই) সকাল ১১টায় পরিস্থিতি সরজমিন ঘুরে দেখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ ছাদেক, রাজস্থলী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন দেবাশীষ সরকার,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মফজল আহমদ খান।এসময় নির্বাহী অফিসার যানবাহন চলাচল নিষেধাজ্ঞা জারি করেন, এবং স্বাস্থ্য বিধি সামাজিক দুরুত্ব বজায় রেখে চলাফেরা করার জন্য আহবান জানান।