রাজস্থলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত এক

631

 

map
॥ রাজস্থলী প্রতিনিধি ॥

রাঙামাটির জেলার রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের বড় ব্রিজ এলাকায় ব্রিজের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে লাল্টু তঞ্চাঙ্গ্যা (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত লাল্টু তঞ্চ্যাঙ্গ্যার বাড়ি একই ইউনিয়নে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভাড়ায় চালিত মোটরসাইকেল ড্রাইভার লাল্টু চাকমা ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়ে বড় ব্রিজ এলাকায় আসলে মোটরসাইকেলের গতি হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাল্টু তঞ্চ্যাঙ্গ্যাকে মৃত ঘোষণা করে। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুবুল আলম জানান, ঘটনাটি স্থানীয়দের মাধ্যমে জেনেছি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।