রাজস্থলীতে যাত্রীবাহি অটোরিক্সা খাদে আহত ২

157

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার তিন নং বাঙালহালিয়া ইউনিয়নের ডাক বাংলা পাড়া পুলিশ ক্যাম্পের সড়কে যাত্রীবাহী সিএনজি উল্টে গিয়ে খাদে পড়ে চালক সহ দুইজন গুরুতর আহত হয়েছে। ৯ অক্টোবর (সোমবার) বিকাল ৩ টায় রাজস্থলী উপজেলার ৩নং বাঙালহালিয়া ইউনিয়নের ডাক বাংলা পাড়া পুলিশ ক্যাম্প নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাঙালহালিয়া বাজার থেকে যাত্রী নিয়ে ( চট্রগ্রাম – থ – ১৪৩৮০৫) সিএনজি চন্দ্রঘোনা রাইখালী যাওয়ার পথে উপজেলার তিন নং বাঙালহালিয়া ডাক বাংলা পাড়া পুলিশ ক্যাম্প নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে যায়, এতে সিএনজি চালক মো, হাসান (২২) ও মাহ্লাউ মারমা(৩৮) দুই জনই গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় বাজারের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় চন্দ্রঘোনা মিশন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে বলে স্থানীয়রা জানান ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সফিউল আজম জানান, একটি সিএনজি দুর্ঘটনা হয়েছে বলে শুনছি। ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি বিষয়টি খতিয়ে দেখার জন্য।