রাজস্থলীতে শিক্ষার্থীদের মাঝে কারিতাসের চারা বিতরণ

329

॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙামাটি জেলাধীন রাজস্থলী উপজেলা বেসরকারী এনজিও সংস্থা কারিতাসের উদ্যোগে সম্প্রতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলের চারা বিতরণ করা হয়। বিতরনের সময় প্রধান অতিথি রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা বলেন, দেশে বর্তমান সরকার ফলের চাহিদা মেটাতে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প হাতে নিয়েছেন।

তারই ধারাবাহিকতায় এ দূর্গম পার্বত্য অঞ্চলে পরিত্যক্ত ভুমিতে ফল উৎপাদন করে বিদেশে রপ্তানি করা যাবে। আমরা আর আমদানি করব না। আমাদের এ এলাকায় প্রচুর অনাবাদি জমি রয়েছে। সেগুলোকে আবাদ করার জন্য বেসরকারি এনজিও কারিতাস উদ্যোগ নিয়েছে।

তাই সকলে মিলে তাদের দেওয়া বীজ রোপন করে উন্নত ফল চাষ করতে পারব। তাই সকলে মিলে বাড়ির আশ পাশ এলাকায় ফলের চাষ করে জীবিকা নির্বাহ করা যাবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা, উনুচিং মারমা মাঠ সহায়কসহ গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।