রাজস্থলীতে শেখ রাসেল দিবসে র‍্যালি ও আলোচনা সভা

154

॥ রাজস্থলী সংবাদদাতা ॥

রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস-২০২২ বিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। অদ্য ১৮ই অক্টোবর রোজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শহীদ মিনারে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক নিবেদন শেষে উপজেলা চত্বর থেকে এক র‌্যালি বের হয়।

র‌্যালিটি উপজেলার উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার তাজারুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, ডাঃ মেজবাউল আলম, রাজস্থলী থানার ওসি জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী হাসিবুল হাসান, কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনি, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল ছাত্তার, মৎস্য কর্মকর্তা ছাবেদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন দাস, ইউসুফ আলী সরদার, ঘিলাছডড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, সরকারি বেসরকারি কর্মকর্তা জনপ্রতিনিধিসহ বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিকসহ এলাকার বিশিষ্টজনগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।