রাজস্থলীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত

359

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

প্রতিবছরের ন্যায় এ বছরও যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় রাজস্থলীতে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে। রোববার ৫৬ অটল কাপ্তাই জোনের ব্যবস্থাপনায় রাজস্থলী সাব জোনের উদ্যোগে দিবসটি উদযাপিত হয়েছে ।

সকালে ক্যাম্পের মসজিদে দেশের কল্যাণ-সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উন্নতি কামনায় ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। দুপুরে সশস্ত্র বাহিনী দিবস ঘিরে রাজস্থলী সাব জোন আয়োজিত প্রীতিভোজের পূর্বে আলোচনায় বক্তব্যে রাজস্থলী ক্যাম্প কমান্ডার মেজর ওমর, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্বরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমদ খান, ক্যাম্প সিনিয়র ওয়ারেন্ড অফিসার সাইফুল ইসলাম, ওয়ারেন্ড অফিসার আকরাম, ২নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান পুচিংমং মারমা, ১নং ঘিলাছড়ি ইউপির, নব নির্বাচিত চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, সাংবাদিক আজগর আলী খান, হারাধন কর্মকার, বাজার কমিটির সাধারণ সম্পাদক, বিশ্বজীৎ সেন প্রমূখ।