রাজস্থলীতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

340

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

শারদীয়া দুর্গাপূজা ও প্রবারণা উৎসব উপলক্ষে রাজস্থলী উপজেলার দুর্গম পাহাড়ে বসবাসরত ত্রিপুরাদের আর্থিক সহায়তা প্রদান করেছে কাপ্তাই সেনা জোন। বুধবার (১৩ অক্টোবর) দুপুর ১২ টায় রাজস্থলী উপজেলাধীন মিতিংগা ছড়ি ক্যাস্প প্রাঙ্গণে অসহায় নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে কাপ্তাই সেনা জোন ৫৬ ইস্ট বেঙ্গল।

কাপ্তাই সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আনোয়ার জাহিদ, পিএসসি’র সার্বিক সহযোগিতায় অসহায়দের হাতে আর্থিক সহায়তা তুলে দেন জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারী। এসময় তিনি বলেন, পার্বত্য অঞ্চলের বসবাসরত সকল মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সহযোগীতা প্রদান করছে। ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিকসহ সকল প্রকার উন্নয়নমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

তারই ধারাবাহিকতায় পিছিয়ে থাকা পার্বত্য বাসীর পাশে বাংলাদেশ সেনাবাহিনী ছিলো এবং বর্তমানেও নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান। এসময় ওয়ারেন্ট অফিসার শুক্কুর আলীসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।