|| রাজস্থলী প্রতিনিধি ||
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে বাংলাদেশ সেনাবাহিনী ২৬ ইসিবির ইন্সট্রাকশনের কাজে নিয়েজিত পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রন হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এসময় ডাম্পার চালক সৈনিক যোবায়ের ও সৈনিক আবুল কালাম গুরুতর আহত হয়।
স্থানীয়রা খবর পেয়ে উপস্থিত সেনাবাহিনীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার (২৯ মে) বিকাল ৪টায় রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কের মিতিংগ্যা ছড়ির আগাপাড়া নামক এলাকায়।
এদিকে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য বিভাগের ডাঃ সোহেল চৌধুরী জানান, দুইজনই মারাত্মকভাবে আহত হওয়ায় তাদের কে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ প্রেরন করা হয়েছে।