রাজস্থলীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

356

|| রাজস্থলী প্রতিনিধি ||

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ইসলামপুর ঝংকা পাড়া এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে কাপ্তাই জোন ২৩ বেঙ্গলের অধীন ঝংকা পাড়া ক্যাম্পের সেনা সদস্যরা। সেনাবাহিনী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ঝংকা পাড়া এলাকায় রাতের আধারে পাচারের উদ্দেশ্যে কাঠ গুলো আনা হলে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা কাঠ গুলো জব্দ করে।

অপরদিকে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচার চোরাকার্বারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত কাঠের মূল্য আনুমানিক ১লক্ষ ২০ হাজার টাকা হবে বলে জানা গেছে। কাঠ পাচার রোধের বিষয়ে কথা হলে রাজভিলা রেঞ্জ কর্মকর্তা বাবুল খীসা জানান, আমাদের লোকবল সংকটের কারণে কাঠ পাচার রোধ করা সম্ভব হয়না। বিশেষ করে পার্বত্য অঞ্চলের বিভিন্ন সমস্যার কারনে আমাদের নিরব ভূমিকা পালন করতে হয়।

উল্লেখ্য যে, মাঠ পর্যায়ের বন কর্মর্কতাদের দায়িত্বে অবহেলা দূর্নীতি অবৈধ লেনদেনের কারণে রাজভিলা রেন্জ ও বালু মুড়া বিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে সেগুন, জারুল, আকাশমনি, চাপালিশ, গামারি, করই ও গর্জন সহ নানা প্রজাতির কাঠ এবং কাঠের বল্লি প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। বন বিভাগের সাথে যোগসাজসে বড় বড় গাছ কেটে বিক্রি করছে পাচার কারীরা। ফলে অদুর ভবিষতে পার্বত্য অঞ্চলের সরকারি বাগান ন্যাড়া ভূমিতে পরিণত হবে এতে কোন সন্দেহ নেই।