রাজস্থলীতে সেনা অভিযানে লক্ষাধিক টাকার সেগুনের রদ্দা আটক

593

DR ....

রাজস্থলী সংবাদদাতা, ২৯ নভেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : জেলার রাজস্থলী উপজেলায় কাপ্তাই ১১ আরই ব্যাটালিয়ান সেনা সদস্যদের ঝটিকা অভিযানে লক্ষাধিক টাকার সেগুন রদ্দা আটক হয়েছে। জানা যায়, সময় গোপন সংংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে তুলাপাড়া ঝিড়ি থেকে পাচারের সময় সেনা সদস্যরা এসব কাঠা আটক করে। আটক কাঠের পরিমাণ ৫০ ঘনফুট। আটক সেগুন রদ্দার বাজার মুল্য ১ লক্ষ টাকা বলে জানা গেছে। অভিযান পরিচালনা করেন, রাজস্থলী আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার সৈয়দ মো. আমীর হোসেন। আটকৃত সেগুন রদ্দাগুলো রাজস্থলী রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানায় সেনা সুত্র।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান