॥ রাজস্থলী প্রতিনিধি ॥ রাজস্থলী বাজারে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা লীজা খাজার নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্তর ঘুরে বিভিন্ন দিক প্রদক্ষিন করে র্যালীটি এসে গণশিলণায়তনে এসে শেষ হয়।
পরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুব্রত বড়ুয়া সভাপতিত্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লীজা খাজা। বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানস মুকুল চাকমা, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প কর্মকর্তা নব বিক্রম চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।