॥ রাজস্থলী প্রতিনিধি ॥
জেলার রাজস্থলী উপজেলায় গত ৫ অক্টোবর সন্ত্রাসী কর্তৃক উপজেলার রাজস্থলী বাজারের ক্ষুদ্র মাছ ব্যবসায়ী জালাল উদ্দিন প্রকাশ, রিপন কে দিন দুপুরে প্রকাশ্য গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার ৪ দিন পর নিহত রিপনের স্ত্রী শাহেনা আক্তার বাদী হয়ে ২৩ জনের নামে এবং আরো ১০/১৫ জনকে অজ্ঞাত নামা আসামী দিয়ে রাজস্থলী থানায় মামলার করেছে তার পরিবার।
বৃহস্পতিবার রাত ১০ দিকে নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহামদ খান জানান, গত ৫ অক্টোবর সোমবার বেলা ১ টা ৪০ মিনিটের সময় কিছু মুখোশ পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসী রিপনের বাড়ীতে ডুকে অর্তকিত ভাবে গুলি চালিয়ে মাছ ব্যবসায়ী রিপনের উপর গুলি চালায়।
গুলির শব্দ শুনে পুলিশ ঘটনা স্থল থেকে রিপন কে উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। এর চার দিন পর নিহত রিপনের স্ত্রী বাদী হয়ে রাজস্থলী থানায় ২৩ জনের নামে এবং আরো ১০/১৫ জনের অজ্ঞাত নামায়. মামলা নং ১/ ৯/১০/২০২০ ইং ধারা ১৪৩/৪৪৮/৩০২/১২০.খ/৩৪ দন্ডবিধি মোতাবেক একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা টি তদন্তের দায়িত্ব এস আই,টিটুল মজুমদার। তবে আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানান।