রাজস্থলী উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

362

|| রাজস্থলী প্রতিনিধি ||

রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যােগে মাসিক সমন্বয় ও আইন-শৃঙ্খলা সভা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সোমবার (২১ জুন) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, কৃষি অফিসার আরিফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খান, ২নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান উথান মারমা, ১নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান প্রতিনিধি উদয় কুমার তনচংগ্যা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা, আনসার ভিডিপি কর্মকর্তা আবদুস সাত্তার প্রমূখ। অন্যানের মধ্যে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এনজিও, সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। সভায় ওসি মফজল আহমদ খান বলেন- এ মাসে কোন মামলা হয়নি। আইন-শৃঙ্খলা স্বাভাবিক আছে। কোন অপ্রতিকর ঘটনা ঘটলে সাথে সাথে থানায় অবগত করার কথাও বলেন তিনি।