রাসেলের জন্মদিন পালন করল শেখ রাসেল স্মৃতি পাঠাগার

387

॥ স্টাফ রিপোর্টার ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ভেদভেদীস্থ শেখ রাসেল স্মৃতি পাঠাগার। রোববার (১৮ অক্টোবর) বিকেলে ভেদভেদীস্থ শেখ রাসেল স্মৃতি পাঠাগার কার্যালয়ে উক্ত কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রফিকুল মাওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুল আলম। সভাপতিত্ব করেন শেখ রাসেল স্মৃতি পাঠাগার’র সভাপতি বাবু রিটন বড়ুয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দীন। আলোচনা সভার পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।