॥ স্টাফ রিপোর্টার ॥
শনিবার দিবাগতে রাতে রাঙামাটি শহরের শহরের রিজার্ভ বাজার এলাকায় অগ্নিকান্ডে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় এবং দমকল বাহিনীর টিম এসে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শী ও দমকল সূত্রে জানা গেছে আগুন লাগা ভবনটি একটি ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম। বেকারী লেইন এলাকার শেষ মাথায় ডোবা জায়গায় ভবনটির অবস্থান। গোডাউনের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়। ভবনটিতে স্কয়ার কোম্পানি ও রাধুনী ফুডস এন্ড বেভারেজ এর স্থানীয় ডিলার ইকবাল ট্রেডার্সের গুদাম বলে জানা গেছে।
আগুন লাগার সাথে সাথেই দমকলে খবর দেয় স্থানীয়রা। পাকাঘর হওয়ায় ফায়ার সার্ভিস এসে সহজেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপরও আগুন অন্তত ঘন্টাখানেক ছিল।
ইকবাল ট্রেডার্সের প্রতিনিধি মহিউদ্দীন জানায়, আকস্মিক এই অগ্নিকান্ডে আমাদের গুদামে থাকা অন্ততঃ ৪০ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।