॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র আকবর হোসেন চৌধুরী তার নির্বাচনী প্রতীক নৌকার প্রচারণার রিজার্ভ বাজারের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপি আকবর হোসেন চৌধুরী রিজার্ভ বাজার, আব্দুল আলী এলাকা, মসজিদ কলোনি, মহসীন কলোনি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার মাধ্যমে প্রচারণা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মমতাজ উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাওয়াল উদ্দীন, সাধারণ সম্পাদক মো. শাহজাহান, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সদস্য ও জেলার আহবায়ক উদয়ন বড়–য়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎসজীবী লীগ ও বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।