রিজার্ভ বাজারে হিলফুল ফুজুল তরুণ সংঘের ওয়াজ মাহফিল

122

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে হিলফুল ফুজুল তরুণ সংঘ ও মহসিন কলোনী এলাকাবাসীর উদ্যোগে শোহাদায়ে কারবালার স্মরণে ২য় বারের মতো ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদে মাগরিব হতে মহসিন কলোনীর হিলফুল ফুজুল ফোরকানিয়া মাদ্রাসা ও এবাদতখানায় আয়োজিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন- রাউজান উত্তর সর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ হাসান মুরাদ আল-ক্বাদেরী।

নিউ রাঙামাটি রিজার্ভ বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ নঈম উদ্দীন আল-ক্বাদেরীর সভাপতিত্বে বিশেষ বক্তা ছিলেন- শান্তিনগর জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ শফিউল আলম আল-ক্বাদেরী। সঞ্চালনা করেন- হাফেজ মো. আরাফাত হোসেন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হিলফুল ফুজুল ফোরকানিয়া মাদ্রাসা ও এবাদতখানা পরিচালনা কমিটির সভাপতি হাজী মো. নুরুল কবির সওদাগর ও সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন।

এসময় মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক মো. আবু মুছা, সদস্য সচিব- সেকান্দর বাদশা, হিলফুল ফুজুল তরুণ সংঘের সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক মোস্তফা আলম, মাসুদ রানা রুবেল, ইব্রাহিম রনি, জিয়াউর রহমান, মো. মামুন, মো. ইকবাল, মো. রাজু, মো. টিপু, মো. আরমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ওয়াজ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।