রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন চেয়ে ডিসির কাছে আবেদন

182

॥ স্টাফ রিপোর্টার ॥

রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন চেয়ে ডিসির কাছে আবেদন জানিয়েছে রিজার্ভ বাজার ব্যাবসায়ী সমিতির সদস্য স্থানীয় ব্যবসায়ীরা। ‘নিউ রাঙামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি’ নামের এই সংগঠনের তিনশতাধিক সদস্য এ আবেদনে স্বাক্ষর করেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) সমিতির বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সাথে দেখা করে ৩শ’ সদস্যের স্বাক্ষর ও মোবাইল নং সংযুক্ত এই আবেদনপত্র জমা দেন। এ সময় জেলাপ্রাশক বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে কথা দিয়েছেন বলে জানায় নেতৃবৃন্দ।

আবেদনপত্রে বলা হয়, তিন বছরের জন্য নির্বাচিত বর্তমান কমিটির মেয়াদ প্রায় সাত বছর হয়ে গেলেও নানা অজুহাতে নতুন পরিষদ গঠনের উদ্যোগ নিচ্ছে না বর্তমান কমিটি। ২০১৫ সালের ১৩ নভেম্বর নির্বাচনের মাধ্যমে বর্তমান পরিষদ সমিতির দায়িত্ব গ্রহণ করেছিল। নির্বাচন বিহীন এই পরিষদ দীর্ঘদিন দায়িত্ব পালন করার কারণে সমিতির সদস্যদের আস্থা নষ্ট হয়ে গেছে এবং স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই যত শীঘ্র সম্ভব গণতান্ত্রিক পদ্ধতিতে সমিতির সদস্যদের নতুন নেতৃত্ব বেচে নেওয়ার সুযোগ প্রদান জরুরী বলে মত ব্যক্ত করেছেন সমিতির প্রবীণ সদস্যরা।