রুপবানে জীবন ইয়ুথ ফাউন্ডেশনের মাসিক স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সচেতনতামূলক সেমিনার

232
আন্তর্জাতিক মাসিক স্বাস্থ্য সুরক্ষা দিবস ২০২২ উপলক্ষ্যে সেনোরার সহযোগিতায় লাইটশোর ফাউন্ডেশন এবং জীবন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে পার্বত্য রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে কিশোরী ও নারীদের মাসিক স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা এবং সেমিনারের আয়োজন করা হয়েছে।
আয়োজনের মূল আলোচনার বিষয়বস্তু ছিলো স্কুল-কলেজে ঋতুস্রাববান্ধব স্যানিটেশন, মাসিক স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্যসম্মত উপায়ে ঋতুকালীন পরিচর্যা, মাসিক ব্যবস্থাপনা সচেতনতা বৃদ্ধিতে জাতীয় পর্যায়ে ক্যাম্পেইনের প্রয়োজনীয়তা বিষয়ে আলোকপাত করা এবং সভা ও সেমিনারে মাসিক চলাকালীন কি কি নিয়ম মেনে চলতে হবে, সমাজে নানা প্রচলিত কুসংস্কার ও ভুল ধারণা–সম্পর্কিত বিষয়াদি। এসব বিষয় নিয়ে স্কুলের মেয়েদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, মাসিক ব্যবস্থাপনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনস্থানে নারীদের জন্য আলাদা টয়লেট, এবং সচেতনতা তৈরিতে জাতীয় পর্যায়ে ক্যাম্পেইনের প্রয়োজনীয়তার কথাও বলা হয় আয়োজনে।
৩রা জুলাই, ২০২২ রাঙামাটি জেলার বরকল উপজেলার রুপবান গ্রামে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাসিক স্বাস্থ্য সুরক্ষা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবন ইয়ুথ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সাজিদ-বিন-জাহিদ (মিকি), অপরাজিতার সভাপতি সাইদা জান্নাত।
জীবন ইয়ুথ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সাজিদ বলেন, ‘পিরিয়ড সম্পর্কে  সঠিক তথ্য না জানা, পিরিয়ড সম্পর্কে বিভিন্ন কুসংস্কার এবং পিরিয়ডকালীন সময়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিত না হওয়ায় পিরিয়ডকালীন নানা জটিলতার মুখোমুখি হতে হয় মেয়েদের। পাহাড়ি জনপদে দুর্গম রাস্তা ও নাগরিক সুবিধার অপ্রতুলতার কারনে অনেকে বাধ্য হয়েই মাসিকের সময় নোংরা অস্বাস্থ্যকর জীবনযাত্রার দিকে ঝুঁকেন।’
আয়োজনটির মাঠ পর্যায়ে বাস্তবায়ন সহযোগী সংগঠন অপরাজিতার সহ-সভাপতি তাহমিনা ইয়াছমিন বলেন, ‘ইতোমধ্যে পটুয়াখালী, দিনাজপুর, কক্সবাজার, খুলনা, ময়মনসিংহ, ও তেতুলিয়া মিলিয়ে ৬ টি জেলায় অন্তত ৮৫০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহন করেন দেশব্যাপী। এসব ইভেন্টে সার্বিক সহায়তা করে সেনোরা এবং তারা অন্তত ৮৫০ টির বেশি ফ্রি স্যানোরা প্যাড সরবরাহ করে উপস্থিত কিশোরীদের মধ্যে মাসিক স্বাস্থ্য নিয়ে  সচেতনতা তৈরীর লক্ষ্যে। এছাড়া কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় নোংরা ও পুরোনো কাপড়ের পরিবর্তে সহজলভ্য ন্যাপকিন বা প্যাড সরবরাহ বাড়াতে বেসরকারি সংগঠনের পাশাপাশি সরকারকেও এগিয়ে আসার জন্য, ধন্যবাদ Senora কে আমাদের এই উদ্যোগ কে সাপোর্ট করার জন্য এবং সব ধরনের সহযোগিতার জন্য।’
ইভেন্টে মিডিয়া পার্টনার হিসেবে সার্বক্ষনিক সহযোগিতা করে দৈনিক ইত্তেফাক এবং রেডিও ক্যাপিটাল এছাড়া মাঠ পর্যায়ে বাস্তবায়ন সহযোগী ছিলো স্বেচ্ছাসেবী সংগঠন অপরাজিতা।