রুমার পলিপাড়া বিহারে মহা সীমাঘর উদ্বোধন

471

॥ রুমা প্রতিনিধি ॥

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বান্দরবানের রুমা সদর ইউনিয়নের পলি পাড়া বৌদ্ধ বিহার সংলগ্ন “মাহাসীমাঘর” ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে ভিক্ষু সংঘের সংঘদান, দেশনা সভা, হাজার প্রদীপ পূজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে সম্মিলিত ফুলপূজা ও মাহাসীমাঘর ভিত্তি প্রস্তর স্থাপনের ভিক্ষু সংঘের মঙ্গলবার সূত্রপাঠ করা হয়। এসময় ধর্মপ্রাণ দায়ক দায়িকারা পঞ্চশীল গ্রহণ করেন। এসব কার্য পরিচালনা করেন রিজুক পাড়া বৌদ্ধ বিহারাধ্যক্ষ ও রুমা ভিক্ষু সংঘের উপ-সংঘনায়ক উ. গুন্ডালা মহাথের। এতে পাইন্দু হেডম্যান পাড়া বিহারাধ্যক্ষ উসুন্দরা, রুমা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ চাইন্দাসারা মহাথের, পলিতং পাড়া বৌদ্ধ বিহারাধ্যক্ষ নাইন্ডাস্বারা মহাথের ও রুমা অগ্রবংশ অনাথালয়ের পরিচালক উ. নাইন্ডিয়া ভান্তে উপস্থিত ছিলেন।

পলি পাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়-্ “সীমাঘর” নির্মাণের তাৎপর্য নিয়ে দেশনা সভা। ভিক্ষু সংঘ কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক ও ছাইপো পাড়া বিহারাধ্যক্ষ উ. নাইন্দাসরাহ মহাথেরোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা।

আরো উপস্থিত ছিলেন সাবেক মেম্বার উচহ্লা মারমা, জমিদার উসাথোয়াই মারমা ও লকছড়ি পাড়া কারবারি লুপ্রুমং মারমা।

সন্ধ্যায় বিশ্বের সকল মানবজাতির কল্যাণ ও মঙ্গলময় সুখ শান্তি কামনা করে হাজার প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করা হয়। পলিপাড়া বিহার পরিচালনা কমিটির সভাপতি উথোয়াইমং মারমা বলেন, বৌদ্ধ ধর্মের অন্যতম স্থাপনা মাহা “সীমাঘর” স্থাপনা নির্মাণ করা পবিত্রতার মধ্যে অন্যতম। তাই পলি পাড়া, হাতিমাথা পাড়া ও ছাইপো পাড়াসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি পাড়ার বৌদ্ধ ধর্মীয় প্রাণ নর-নারীদের দান অনুদানে এটি করার উদ্যোগ নেয়া হয়েছে। এ স্থাপনাটির কাজ সম্পন্ন করতে প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা ব্যয়ের নির্ধারণ করা হয়েছে। তবে কোন সরকারি প্রতিষ্ঠান থেকে এখনও অনুদান পাওয়া যায়নি। তাছাড়া কোথাও কোনো আবেদন করেননি বলেও উসামং মারমা জানিয়েছেন।