॥ রুমা সংবাদদাতা ॥
বান্দরবানের রুমা সদর ইউনিয়নের চৌকিদার অংক্যসিং মার্মা (৩৭) কে নারী ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে। এ ঘটনায় রুমা থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। পাড়াবাসী ও পুলিশের সূত্রে জানা যায়, ১২ আগস্ট দুপুরে রুমা চড় উপর পাড়ার জনৈক খামারে কাজ করার সময় অংক্যসিং মারমা বিভিন্ন প্রলোভন দেখিয়ে খামার বাড়িতে নিয়ে যায়, পরে পাশের সেগুন বাগানে নিয়ে ধর্ষণ করে। তবে ঘটনার ২১ দিন পর ভুক্তভোগী রুমা থানায় অভিযোগ করেন।
গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে রুমা থানায় ধর্ষণের অভিযোগ দাখিল করা হয়। ভূক্তভোগী ও তাঁর আত্মীয় স্বজনরা জানান, গত ১২আগষ্ট দুপুরে রুমাচড় নিজ পাড়ায় অংশৈপ্রু মার্মার খামারে কাজ করার সময় ভুক্তভোগী ওই নারীকে বিভিন্ন কৌশল ও প্রলোভন দেখিয়ে খামারের পাশের সেগুন বাগানে ডেকে নিয়ে অভিযুক্ত অংক্যসিং মারমা ওই নারীকে ধর্ষন করে। অংক্যসিং মারমা পেশায় রুমা সদর ইউনিয়নের বেতনভাতা ভোগী চৌকিদার হিসেবে কাজ করেন।
পরে এ অভিযোগে রুমা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ধর্ষণের অভিযুক্ত অংক্যসিং মার্মা কে আটক করে রুমা থানায় নিয়ে আসেন। আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছেন।