॥ স্টাফ রিপোর্টার ॥
২০ আগষ্ট ২০২০ (বৃহস্পতিবার) সকাল ১০টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের অফিসকক্ষে রেডক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
সভায় রেডক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি ইউনিটের মাধ্যমে কোভিড-১৯ বা করোনা মহামারী মোকাবেলায় জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বিভিন্ন পাড়াকেন্দ্রে, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং গরীব ও অসহায় মানুষের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ত্রাণ বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় রেডক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি হাজী মোঃ কামাল উদ্দীন, সেক্রেটারী মোঃ মাহফুজুর রহমান, সদস্য এন এম জাহাঙ্গীর আলম, সদস্য মনোয়ারা আক্তার জাহান, সদস্য ক্যাচিং প্রু মারমা, সদস্য মোঃ কামাল ও সদস্য মোঃ সোলায়মান উপস্থিত ছিলেন।