রোটার‍্যাক্ট ক্লাব অব রাঙামাটির নতুন বোর্ড ঘোষণা

54

॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥
রোটার‍্যাক্ট ক্লাব অব রাঙামাটির নতুন বোর্ড ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকালে ক্লাবের বোর্ড মিটিংয়ে আগামী ১বছরের জন্য নতুন বোর্ড ঘোষণা করা হয়।

মিটিংয়ে ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে রোটার‍্যাক্টর সাইফুল উদ্দীন এবং সেক্রেটারি রোটার‍্যাক্টর ম্যারিলিন এ্যানি মারমা’র নাম ঘোষণা করা হয়।

বোর্ডে অ্যাডভাইজর হিসেবে পিপি রোটার‍্যাক্টর আমিনুল ইসলাম, ক্লাব ফাউন্ডেশন চেয়ার পিপি রোটা. মোহাম্মদ ইসহাক, ক্লাব পাবলিক চেয়ার পিপি রোটা. মো. অলি আহাদ, ক্লাব সার্ভিস প্রোজেক্ট চেয়ার পিপি রোটা. ওমর ফারুক সুজন, ক্লাব ট্রেইনার পিপি রোটা. আলী হোসেন, ক্লাব মেম্বারশীপ চেয়ার আইপিপি রোটা. নাজমা আক্তার।

ভাইস প্রেসিডেন্ট রোটা. ফরিদা ইয়াসমিন, রোটা. ইমাম হোসেন তুহিন, জয়েন্ট সেক্রেটারি রোটা. তারিকুল ইসলাম আনান, রোটা. রবিউল হোসেন, ট্রেজারার রোটা. সাইফুল ইসলাম, এডিটর রোটা. সাজেদা আক্তার সাজু, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটা. আবু শাহরিয়ার আদনান, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোটা. জাহিদুল ইসলাম রাজু, প্রোফেশনার সার্ভিস ডিরেক্টর রোটা. সাঈম উদ্দীন, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোটা. ইকবাল খন্দকার, সহকারি চীফ সাজেন্ট এড আমর্স রোটা. সিয়াম হোসেন।