॥ স্টাফ রিপোর্টার ॥
একদফা দাবীতে কুমিল্লা-ফেনী-মিরসরাই ও চট্টগ্রামে রোডমার্চ সফল করতে রাঙামাটি জেলা যুবদলের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় যুবদলের উপজাতী বিষয়ক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম। জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম-সম্পাদক নাজিম উদ্দিন।
এসময় ১০উপজেলার নেতৃবৃন্দ সহ বক্তব্য রাখেন- জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী, যুগ্ম সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা, জেলার যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, আব্দুস সালাম বাবলু, সহ-সাধারণ সম্পাদক- মোস্তফা কামাল শুক্কুর, মাশুকুর রহমান, কামাল উদ্দিন, পৌর যুবদলের সদস্য সচিব কামাল হোসেনসহ অন্যান্যরা।
প্রস্তুতি সভায় বক্তারা আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় রোডমার্চ সফল করার লক্ষ্যে সর্বশক্তি দিয়ে মাঠে থাকার ঘোষণা দেন। এছাড়া শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবি আদায়ের লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।