॥ স্টাফ রিপোর্টার ॥
আগামী ৫ই অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠেয় বিএনপি’র রোডমার্চ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে রাঙামাটি জেলা বিএনপি। শুক্রবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান।
জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী (ভুট্টো), এডভোকেট সাইফুল ইসলাম পনির, জহির সওদাগর, নিজাম উদ্দিন বাবু, তোফাজ্জল হোসেন চেয়ারম্যান, পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, সদর থানা বিএনপির সভাপতি মুজিবুল হক, সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান হাকিম, নানিয়ারচর উপজেলা সভাপতি নুরুজ্জামান, বিলাইছড়ি উপজেলা সভাপতি আব্দসি সালাম ফকির, বরকল উপজেলা সভাপতি জাহাঙ্গীর মেম্বার, জুরাছড়ি উপজেলা সভাপতি সাধন চাকমা, রাজস্থলী উপজেলা সভাপতি খলিলুর রহমান, কাউখালী উপজেলার সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্যরা।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরনবী, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া, সহ-সম্পাদক মাহবুবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা শাহেদা আলম, শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া, সাধারন সম্পাদক কবিরুল ইসলাম, তাতীদলের সভাপতি আনোয়ার আজিম, কৃষকদলের সভাপকি অলোকপ্রিয় চৌধুরী রিন্টু, সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু, মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক ফনিন্দ্র চাকমাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন- এই জালিম সরকার কে হঠাতে হলে আমাদের আন্দোলনের বিকল্প নেই। আমরা আগামী ৫ তারিখ রোডমার্চ করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। তারেক জিয়াকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। এই ভোট চোর সরকার নতুন ভাবে আবার ভোট চুরির ফন্দি-ফিকির করছে। আমরা ১৭ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছি। আমাদের আন্দোলন হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। ৫ অক্টোবর রোডমার্চে রাঙামটি জেলা বিএনপি সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।