স্টাফ রিপোর্ট- ১৮ জুন ২০১৭, দৈনিক রাঙামাটি: রাঙামাটির লংগদুতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২২০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। ঢাকা থেকে নিয়ে আসা এই ত্রাণ সামগ্রী রোববার (১৮জুন) সকলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর হাতে তুলে দেন গণস্বাস্থ্য কেন্দ্রের আঞ্চলিক ব্যবস্থাপক (চট্টগ্রাম) মোঃ জোনাব আলী ও প্রোগ্রাম অফিসার (স্বাস্থ্য বিভাগ) মংউচিং মারমা।
এদিকে, ক্ষতিগ্রস্থ পরিবারবর্গের সদস্যদের সুচিকিৎসায় লংগদুর ঘটনাস্থলে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে রোগাক্রান্তদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ ও চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এসময় ডাঃ বুলবুল, ডাঃ মিলন, ত্রয়া চাকমা, প্যারাম্যাডিকেল অফিসার সপ্তর্ষি চাকমা, আশিষ দেবনাথ ও ঝন্টু চাকমা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের আঞ্চলিক ব্যবস্থাপক (চট্টগ্রাম) মোঃ জোনাব আলী জানিয়েছেন, মানবিক কারনে দূর্গম পাহাড়ের ক্ষতিগ্রস্থদের সাহায্যে আমরা এগিয়ে এসেছি। এসকল এলাকাবাসীর জন্যে আমাদের কেন্দ্র থেকে প্রতি পরিবারকে ১৫ কেজি চাউল, আধাকেজি তৈল, এককেজি ডাল, আলু ২ কেজিসহ বাচ্চাদের কাপড়, বেডশিট ও প্রয়োজনীয় ঔষধপত্র সমেত একটি ব্যাগ সর্বমোট ২২০ জন ক্ষতিগ্রস্তের হাতে তুলে দেওয়া হয়েছে।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।