লংগদুতে কিশোরী অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবক আটক

196
??????? ?????? ????? ? ??????? ??????? ???? ???

॥ নাজিয়া উদ্দিন সুফিয়া ॥

লংগদু উপজেলাতে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে নাজমুল হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে অভিযোগের ভিত্তিতে উপজেলার গুলশাখালী ইউনিয়নের রাজনগর এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়।

সূত্রে জানা যায়, ওই কিশোরী ১২ এর বাবা,গুলশাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড কাকপাড়িয়া বাদী হয়ে,একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের রাজনগর এলাকার বাসিন্দা হারুন মিয়ার ছেলে নাজমুল হোসেন ২০ এর বিরুদ্ধে তার মেয়েকে অপহরণ পূর্বক ধর্ষণের অভিযোগে লংগদু থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বাদীর অভিযোগে উল্লেখ করেন গত ২১ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার সময় থেকে তার মেয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়। তারপর থেকে বিভিন্ন দিকে খোঁজাখুজির এক পর্যায় ২২ ডিসেম্বর আনুমানিক সকাল ৬টার সময় জৈনক ইসমাইল হোসেনের আম বাগান থেকে কিশোরী কে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে ওই কিশোরীর স্বীকারোক্তির উপর ভিত্তি করে স্থানীয় জনপ্রতিনিধির পরামর্শক্রমে থানায় এসে আইনের আশ্রয় গ্রহণ করেন।

লংগদু থানার অফিসার ইনচার্জ ইকবাল উদ্দীন বলেন, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছেন,অভিযোগের ভিত্তিতে আমরা আসামীকে আটক করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে ধারা ৭/৯ (১) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করেছি।