লংগদুতে ঘনমোড় আশার প্রদীপ তরুণ সংঘের নানা আয়োজন

532

।। গোলাম মোস্তফা।। 

রাঙামাটির লংগদু উপজেলার ৫নং ভাসান্যাদম ইউনিয়নের মধ্যেম ঘনমোড় সেনা মৈত্রী নিন্ম মাধ্যমিক বিদ্যালয় মাঠে  বৃহস্পতিবার বিকালে ঘনমোড় আশার প্রদীপ তরুণ সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এর সমাপনী খেলা,পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৫নং ভাসান্যাদম ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার ও আশার প্রদীপ তরুণ সংঘের সভাপতি মোঃ শাহজামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,লংগদু উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন।

ঘনমোড় আশার প্রদীপ তরুণ সংঘের আয়োজনে ও আশার প্রদীপ তরুণ সংঘের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ঘনমোড় বিজিবি ক্যাম্প কমান্ডার মোঃ ইসরাইল,৫নং ভাসান্যাদম ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল পিসি, ২নং ওয়ার্ড মেম্বার ও পল্লী চিকিৎসক মোঃছলেমান,মোঃআব্দুল জলিল মিয়া,ঘনমোড সেনা মৈত্রী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আলি আকবর, সোহেল রানা, ব্যবসায়ী মোঃ জাহাঙ্গির আলম, আশার প্রদীপ তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি নুরে শফিউল্লাহ। সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আশার প্রদীপ তরুণ সংঘের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস শুক্কু, সাংগঠনিক  মোঃ মনির, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শান্ত, যুগ্ন সম্পাদক হাফেজ মোঃআবু বেলাল প্রমূখ।

অনুষ্ঠান শেষে অতিথিরা ইসাহাক পাড়া একাদশ চ্যাম্পিয়ন হওয়ায় এলইডি টিভি ও লংগদু বন্ধু একাদশ রানার্স-আপ হওয়ায় ট্রপি তুলে দেন এবং ১২ জন এসএসসি,এক জন এইচ এসসি ও এক জন মাষ্টারর্স সম্পর্ন শিক্ষার্থীর মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়।