লংগদুতে দুই ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী

594

p...3

লংগদু প্রতিনিধি, ৮ ফেব্র”য়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স.ম. মাহাবুব-উল-আলম পিএসসি বলেছেন, দুই ইস্ট বেঙ্গল পার্বত্যাঞ্চলে শান্তি, স¤প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য অসামান্য অবদান রেখে চলেছে। তিনি উল্লেখ করেন এই রেজিমেন্ট ২০০৯ সালে ইউএন মিশনের আওতায় আইভরি কোষ্টে গিয়ে শান্তি  পক্ষে কাজ করে ব্যাপক সাফল্য অর্জন করে। তিনি বলেন, ১৯৪৯ সালের ৭ ফ্রেব্র“য়ারি ২য় ইঃ বেঙ্গলের জন্ম হয়। যা পরবর্তীতে জুনিয়র টাইগার্স নামে পরিচিতি লাভ করে। ইতিহাস, ঐতিহ্যের দিক থেকে অত্যন্ত গৌরবের এই ইউনিট। এই ইউনিটে কাজ করতে পারা খুবই সম্মানের। রোববার, বেলা সাড়ে বারটায়, রাঙামাটির লংগদু সেনা জোনের ২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের (জুনিয়র টাইগার্স) ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জোন সদর দপ্তরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স.ম. মাহাবুব-উল-আলম পিএসসি একথাগুলো বলেছেন।

আলোচনা সভায় লংগদু জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মো: আ: আলীম চৌধুরীর এতে সভাপতিত্ব করেন। এতে রাজনগর বিজিবি জোনের অধিনায়ক লে: কর্ণেল তারেক বে-নজীর, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর গোলাম আজম, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তোফাজ্জল হোসেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো: জানে আলম, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক সরকার সহ বিভিন্ন সেনা কর্মকর্তা, সদস্য ও গন্যমান্য ব্যাক্তিগণ এসময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে ২ই: বেঙ্গলের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুব-উল-আলম আরো বলেছেন, সন্ত্রাসী ও সন্ত্রাসীদের পৃষ্টপোষনকারী সে যে হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। এলাকবাসীর ও এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে চাঁদাবাজ, সন্ত্রাসীদেরেকে ধরিয়ে দেওয়ার আহবান।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান