লংগদুতে বন বিভাগের অবৈধ করাত কল উচ্ছেদ অভিযান

575

॥ মাহাদী বিন সুলতান ॥

রাঙামাটি ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ ও লংগদু উপজেলা প্রশাসন যৌথভাবে ওই এলাকায় অবৈধ করাত কল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার ভাইট্টাপাড়া এলাকায় রাঙামাটি বন বিভাগের উল্টাছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুর রশিদের উপস্থিতিতে অবৈধ করাত কল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুল আবেদিন।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, উচ্ছেদ অভিযান পরিচালনাকালে ভাইট্টাপাড়া এলাকায় অবৈধভাবে করাত কল ব্যবসা পরিচালনা করার দায়ে মোহাম্মদ নিজাম উদ্দিনকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯এর ৮৯ (৩৬) ধারায় ৫হাজার টাকা, মোঃ নজরুল ইসলাম ৩ হাজার টাকা ও মুহাম্মদ মামুনুর রশিদকে ৩ হাজারসহ অবৈধ তিন ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, উল্টাছড়ি রেঞ্জের আওতাধীন এলাকায় এসব অবৈধ করাত কল সমূহকে সীল গালা করে দেওয়া হয়। এসময় আশেপাশের এলাকার বেশকিছু অবৈধ করাত কল ব্যবসায়ী প্রশাসনের উপস্থিতি টের পেয়ে স’মিল গুলোকে বন্ধ করে পালিয়ে যায়য়।

অভিযান পরিচালনাকালে ঝুম নিয়ন্ত্রণ রাঙামাটি বন বিভাগের কর্মকর্তা ও এসআই মোঃ আনোয়ারসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।